কাঁথি ও এগরায় বিজেপি নেতাও কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ, সমস্যায় পর্যটকরা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ আগস্ট : দলীয় নেতা ও কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভের সামিল হল বিজেপি নেতা ও কর্মীরা। আজ মঙ্গলবার সকাল থেকে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তা অবরোধের জেরে আটকে থাকে একাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি।

দীঘা–মেছেদা সড়ক অবরোধ হওয়াতে দিঘা সহ পর্যটন কেন্দ্রগুলিতে বেড়াতে আসা পর্যটকদের বেশ সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কয়েকজন বিজেপি কর্মীক আটক করে পুলিশ। বিজেপি কর্মীদের আটকের পরে আরও ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভের জেরে আটক বিজেপি নেতা কর্মীদের পরে মুক্তি দেওয়া হয়।

বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিজেপির পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী সহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ কাঁথির মহিষাগোট, পিছাবনী, জুনপুট রাস্তায় আলাদারপুট, মারিশদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়, রসলপুর রাস্তায়, মুকুন্দপুর বাজার সংলগ্ন এলাকায়, এগরা বাসস্ট্যান্ড, পটাশপুরে টেপরপাড়া, ভগবানপুর ও খেজুরির হেঁড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা। জেলা পুলিশের নির্দেশে বিভিন্ন থানার পুলিশ গিয়ে অবরোধকারীর বিজেপি কর্মী সমর্থকদের আটক করে।

উল্লেখ্য সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বরিদা গ্রামের বিজেপি কর্মী সেখ লিয়াকত (৫৫) খুন হন। এরপর বিজেপির পক্ষ থেকে সোমবার সকাল থেকে প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী সহ বিজেপি নেতা সহ শতাধিক কর্মীদের গ্রেফতার করে পুলিশ। আজ পুলিশি পাহারায় গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা ও কর্মীদের কাঁথি আদালতে হাজির করে পুলিশ। আজ কাঁথি আদালত চত্বরে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ঘটনার খবর পেয়ে নেতা ও কর্মীদের সঙ্গে দেখা করতে কলকাতা থেকে আসেন রাজ্য নেতারা। গ্রেফতার হওয়া জেলা নেতাদের মধ্যে রয়েছেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, নবীন প্রধান, সাধারণ সম্পাদক অসীম মিশ্র, রমাকান্ত প্রধান ও ডঃ কমলেন্দু মিশ্র প্রমূখ। আদালত তাঁদের জামিন দিলে ফুলমালা দিয়ে অভ্যর্থনা জানায় কর্মীরা।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দোলাই জানান, সোমবার দলের নির্দেশে আইন অমান্য আন্দোলন ছিল। কাঁথি সাংগঠনিক জেলার প্রতিটি থানায় ঘেরাও করে বিক্ষোভ শামিল হয়েছিল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এই কর্মসূচির জন্য প্রশাসনকে আগে থেকেই আবেদন জানানো হয়েছিল। তবুও পুলিশ জোর করে বিজেপি নেতা ও কর্মীদের গ্রেফতার করে। এর প্রতিবাদে আজ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।

এই ধরনের ঘটনা চলতে থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা তাপস দোলাই। কাঁথি মহকুমার এক পুলিশ আধিকারিক জানান, করোনা আবহে মধ্যে অবৈধ জামায়েত করার অপরাধে আজ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *