নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ অক্টোবর:
পুলিশের আপত্তিতে মিছিল করে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হল না দিলীপ ঘোষকে। মঙ্গলবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছুটি পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। দলীয় কর্মীরা তাকে হাসপাতালের বাইরে সংবর্ধনা জানাতে জড়ো হয়েছিলেন। দলীয় কর্মীদের পরিকল্পনা ছিল রাজকীয় ভাবে দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে পৌঁছানো।
বিজেপি কর্মীদের পরিকল্পনায় বাদ সাধে বিধাননগর পুলিশ। পুলিশ কমিশনার সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালের সামনে চলে আসেন। তারপরই বিজেপি কর্মীদের বাইক ধরপাকড় শুরু করে বলে অভিযোগ করেছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ, আমরা দলের সভাপতিকে দেখতে এসেছিলাম। কেউ বাইক নিয়ে এসেছিলাম, আবার কেউ গাড়িতেও এসেছিলাম। পুলিশের বাধাতেই শেষ পর্যন্ত বিজেপি কর্মীরা মিছিল করে দিলীপ ঘোষকে তার রাজারহাটের বাড়িতে নিয়ে যেতে পারেননি।
তবে দিলীপ ঘোষ হাসপাতালে থেকে বেরোতেই তার নামে জয়ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মীরা। কর্মীদের মুখে জয়ধ্বনি শুনেই দিলীপ ঘোষ পাল্টা কর্মীদের হাত নাড়িয়ে অভিবাদন জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতিকে হাসপাতাল থেকে ছুটি করাতে গিয়েছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি। তিনি দলের হয়ে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
রাজু ব্যানার্জি বলেন, আমরা দলীয় সভাপতিকে আর কয়েক দিনের মধ্যেই আমাদের মধ্যে পেয়ে যাব। আপাতত কয়েকটা দিন দিলীপ ঘোষ তার নিজের রাজারহাটের বাড়িতেই বিশ্রাম নেবে বলে জানিয়েছেন তিনি।