আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি :
দলীয় কর্মীদের দোকানে হামলার অভিযোগে এগরার শীপুরে আজ সকালে দীর্ঘসময় পথ অবরোধ করল স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।
গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেছে বেছে বিজেপি কর্মীদের দোকানের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের। ঘটনায় দোষীদের শাস্তি ও আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছেন বিজেপি কর্মীরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এগরা থানার পুলিশ। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।