কাঁথি ও এগরার বিভিন্ন এলাকায় পথ অবরোধ বিজেপি কর্মীদের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ আগস্ট: কাঁথি এবং এগরা মহকুমার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। সব জায়গাতেই পুলিশ-অবরোধকারীদের হটিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।

সম্প্রতি এগরায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিজেপির এক সক্রিয় কর্মী শেখ লিয়াকত প্রাণ হারায়। গতকাল সেই নিহত কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে গেলে পুলিশ বিজেপি নেতা ও কর্মীদের আটকায়। আজ তারই প্রতিবাদে কাঁথি ও এগরার মহকুমা সদর সহ বিভিন্ন থানা এলাকায় বিজেপি নেতা ও কর্মীরা পথ অবরোধ করে।
এগরায় পথ অবরোধ চলাকালীন এগরা থানার বিশাল পুলিশবাহিনী এসে অবরোধ তুলে দেয় এবং কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। তারপরে থানায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।

বিজেপি কর্মীদের আটক করায় এগরা থানায় এসে যান রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অনুপ মল্লিক ও বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। এগরা ও কাঁথির মত এই সমস্ত থানা এলাকাতেই বিজেপি কর্মীদের পথ অবরোধ পুলিশ এসে উঠিয়ে দেয় এবং প্রত্যেকটি জায়গা থেকে বিজেপি কর্মীদের আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *