অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ ডিসেম্বর: কলকাতা পুরসভা নির্বাচনে দিনভর রাজ্যের শাসক দলের সন্ত্রাসের অভিযোগে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। এদিন ঝাড়গ্ৰাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাত’র নেতৃত্বে লোধাশুলি এলাকায় ৬ নং জাতীয় সড়কের উপর পথ অবরোধ করেন বেশ কয়েকজন বিজেপির নেতা কর্মী।
আন্দোলনকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, দলের দাবি ছিল পুরসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক, কিন্তু রাজ্যের পুলিশ দিয়ে নির্বাচন করায় দিনভর অশান্তি হয়েছে। আমাদের দলের কর্মীদের বাড়ির বাইরে বের হতে দেয়নি শাসক দলের দুষ্কৃতীরা। বিজেপি বিধায়কদের একপ্রকার নজরবন্দি করে রাখা হয়েছে। রাজ্যের পুলিশ বাহিনী একপ্রকার শাসক দলের দাস হিসাবে কাজ করেছে। নির্বাচনকে ঘিরে দিনভর এই অশান্তির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি।