আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৩ ডিসেম্বর: কলকাতায় বিজেপির অভিনন্দন যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালিতে।
আজ বাসন্তীর ঝড়খালি, নফরগঞ্জ এলাকা থেকে বাসে করে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সোনাখালিতে বাস দাঁড় করিয়ে তাদের উপর হামলা চালানো হয়। বেধড়ক মারধর করে মোবাইল ফোন, টাকা পয়সা লুট করে নেওয়া হয় বিজেপি কর্মীদের কাছ থেকে। এই ঘটনায় চারজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন।