গোপাল রায়, আরামবাগ, ২৩ আগস্ট: বিজেপি করার অপরাধে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভা ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। আহত বিজেপি কর্মী নাম শেখ জুয়েল। তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতলে করা হয়েছে।
জানাগেছে, শেখ জুয়েল নামে এক বিজেপি কর্মী বাজারে দুই বন্ধুর সঙ্গে গল্প করছিল। সেই সময় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে তার উপড় চড়াও হয়। এর পর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়রাগুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই বিজেপি কর্মী তৃণমূলের বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

