“বিজেপি কর্মী মৃত্যুঞ্জয়কে গুলি করে মেরেছে পুলিশ,” দাবি শুভেন্দুর

আশিস মণ্ডল, সিউড়ি, ২৭ এপ্রিল: “কথা দিয়েছিলাম এমন ব্যবস্থা আমরা নেব, শিবপুর, রিষরা, ডালখোলা শুধু নয়, পশ্চিমবঙ্গে আর কোনদিন রামনবমীর মিছিলে বোমা মারা তো দুরের কথা একটা সামান্য ভাঙা ইঁটও কেউ ছুঁড়তে পারবে না। আমরা কথা রেখেছি। হাইকোর্ট এন আই এ তদন্তের নির্দেশ দিয়েছে”। বৃহস্পতিবার সিউড়ির পুরন্দপুরে প্রতিবাদ মিছিলের শেষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, দিন দুয়েক আগে পুরন্দরপুরে একটি মন্দিরে সাধু ভুবন মহারাজের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ মহারাজকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে এদিন মিছিলের আয়োজন করে বিজেপি। সেই মিছিলে সাধু সন্তদের সঙ্গে পা মেলান শুভেন্দু অধিকারী, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, শ্যামাপদ মণ্ডলরা। মিছিল শেষে শুভেন্দু বলেন, “আমাদের হাজার হাজার বছরের প্রাচীন ধর্ম। আমরা কখন রামনবমীর মিছিল থেকে অন্য ধর্মকে আক্রমণ করিনি, করব না। এটা আমাদের ধর্ম শেখায় না। আমাদের ধর্ম সংযম নীতি শেখায়। আমরা বিবেকানন্দের বাণী স্মরণ করে চলি। তিনি বলেছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও, অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের জন্য এরকম বিভাজনের রাজনীতি করছে একটি দল। আমরা আতিক আহমেদের মতো মাফিয়াদের বিরোধী। আমরা এ পি জে আব্দুল কালামের মতো দেবতুল্য ভারত সন্তানের পুজারি”।

শুভেন্দু অভিযোগ করেন কালিয়াগঞ্জ থানার এএসআই মমরেজ হাসান বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মণকে হত্যা করেছে। উত্তর দিনারপুরের পুলিশ সুপার সানা আকতারের নির্দেশে এই খুন হয়েছে। আর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মৃত্যুঞ্জয় বর্মণের ইচ্ছাকে সম্মান জানিয়ে শ্যামা প্রসাদের ভারত গড়ে তুলব। এই আত্মবলিদান বৃথা হতে দেব না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *