আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ এপ্রিল: এক দম্পতির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলির কাঁকসা গ্রামে। মৃতদের নাম ভীম হালদার(৩৭) ও শকুন্তলা হালদার(৩২)। মঙ্গলবার সকালে স্থানীয় মানুষজন ভীমের দেহ বাড়ির উঠানে আম গাছে ঝুলতে দেখেন। তড়িঘড়ি সেখানে গিয়ে দেখা যায় ঘরের মধ্যে বিছানার উপরে শোয়ানো রয়েছে স্ত্রী শকুন্তলার দেহ। গ্রামবাসীরাই খবর দেয় কুলতলি থানায়। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত দম্পতি তাঁদের কর্মী ছিলেন বলে স্থানীয় বিজেপি নেতাদের দাবি।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে মনে হলেও এর পিছনে অন্যকোনও কারন রয়েছে কিনা সেটা ও তদন্ত করে দেখছে পুলিশ। এই দম্পতি দুজনেই বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে খবর। বিজেপির অবশ্য দাবি এলাকায় বিজেপি করার জন্য দুষ্কৃতিরা কোনও এক রাজনৈতিক দলের মদতে এই দম্পতিকে পরিকল্পনা করে খুন করেছে। এই দম্পতির দুই সন্তান রয়েছে। তারা রাতে কোথায় ছিল সে বিষয়ে খোঁজখবর করছে পুলিশ। এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক কারন আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তের জন্য এলাকার মানুষজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুলতলি থানার পুলিশ।