জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: কেশপুরে ফের বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকার ষড়ঙ্গপোতা গ্রামে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। যদিও বিজেপির অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন কেশপুরের তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে ছ’জন বিজেপি কর্মী কাজ সেরে বাজার থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লেগে আহত হন অজয় খামরুই নামে এক বিজেপি কর্মী। গতকাল রাতে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাশ বলেন, কেশপুরে তৃণমূলের পায়ের তলার মাটি যত আলগা হচ্ছে ততই তাদের আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এলাকার মানুষ সব দেখছেন। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কেশপুর ব্লকের সভাপতি উত্তম ত্রিপাঠী জানিয়েছেন, তৃণমূল কর্মীদের উপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছে বিজেপি। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই গুলি চালনার ঘটনা ঘটেছে।

