গোপাল রায়, আরামবাগ, ৯ জানুয়ারি: আবারও উত্তপ্ত হয়ে উঠল পুরশুড়া। এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুড়শুড়া থানার সমস্তপুর এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম সাহেব সাঁতরা।
জানাগেছে, শনিবার বিকেলে ওই বিজেপি কর্মী যখন মাঠে কাজ করছিলেন হঠাৎ করেই তৃণমূলের লোকজন গিয়ে তাকে কোদালের বাঁট দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বেশ কিছুদিন আগে বিজেপির কার্যালয় দখল করে নেয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর তৃণমূল বিজেপি সংঘর্ষ ঘটে। আর সেই সংঘর্ষে বেশ কয়েকদিন ধরে এলাকা উত্তপ্ত ছিল। এদিন দুই বিজেপি কর্মী যখন মাঠে কাজ করতে ব্যস্ত ছিল সেই সময় তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত একজনকে পুড়শুড়া শ্রীরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
বিজেপি নেতা তুষার নায়েক জানান, বিজেপির সক্রিয় কর্মী সাহেব সাঁতরা যখন মাঠে কাজ করছিল সেই সময় তৃণমূলের লোকজন তাকে কোদালের বাঁট দিয়ে ব্যাপক মারধর করে। আমরা পুলিশকে জানাবো। পুলিশের ওপর আস্থা আছে।
এদিন ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাতে আর নতুন করে কোনও ঘটনা না ঘটে তার জন্য পুড়শুড়া থানার পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছে।

