জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার বিজেপি মহিলা মোর্চার একটি কর্মী সম্মেলন হয়েছে মেদিনীপুর শহরের শ্যাম সংঘ হলে। তার আগে শহরের রিং রোড এলাকায় মোটর বাইক নিয়ে মিছিল করে মহিলা মোর্চার সদস্যরা। সেই মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন মহিলারা। তবে জেলার বিজেপি সভাপতি শমিত দাশ ছিলেন হুডখোলা জিপে। তাছাড়া সর্বভারতীয় মহিলা মোর্চার সম্পাদিকা বিজয়া রাহাতকার উপস্থিত ছিলেন। তিনি বলেন,”বাংলায় শান্তি থাকা খুবই জরুরি। আমরা শান্তির পক্ষে সাওয়াল করছি। মহিলাদের সুরক্ষা কথা মাথায় রাখা দরকার প্রশাসনের। পরিবর্তন যাত্রায় ব্যাপক সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি।”