আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জুন: পানিহাটি বিধানসভা এলাকায় একের পর এক রক্তদান শিবির করছে বিজেপি। এর আগে দুটি রক্তদান শিবির হয়ে গেছে। আজ আরো একটি রক্তদান শিবির করল বিজেপি মহিলা মোর্চা।
বিজেপি মহিলা মোর্চা উত্তর পানিহাটি মন্ডলের পক্ষ থেকে আজ এই রক্তদান শিবিরের করা হয়। সুখচরের কালিতলা নাটমন্দিরে এদিন ২৮ জন রক্ত দান করেন। মহিলা মোর্চার উত্তর পানিহাটি মণ্ডলের সভানেত্রী রিঙ্কু বিশ্বাস বলেন, লকডাউনের কারণে এখন রক্তের সংকট চলছে। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, যাতে মানুষের কিছুটা হলেও উপকার করা যায়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর পানিহাটি মন্ডলের সভাপতি সুজিত বড়ুয়া এবং কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপি সভাপতি কিশোর কর।