নিজস্ব প্রতিনিধি, হুগলি, ১২ অগষ্ট: ধর্ষণ ও ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে আইন অমান্য করলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে চুঁচুড়া থানার পিপুলপাতি মোড় থেকে বিজেপির মহিলা মোর্চার একটি মিছিল বের হয়। সেই মিছিল চুঁচুড়া হাসপাতাল রোড অতিক্রম করতেই পুলিশের প্রথম ব্যারিকেটের সামনে পরে। মহিলারা পুলিশের সেই ব্যারিকেট ভেঙ্গে এগিয়ে যায়।
এরপর ঘড়ির মোড়ের সামনে ফের পুলিশের দ্বিতীয় একটি ব্যারিকেডে লাগানো ছিল। সেখানে প্রমীলা বাহিনী পৌছতেই পুলিশের সাথে মহিলাদের শুরু হয় প্রবল ধস্তাধস্তি। এই ঘটনায় পুলিশ তিন জন বিজেপি কর্মীকে আটক করেন। এরপর তাদের চুঁচুড়া থানায় নিয়ে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় একজন মহিলা নেত্রী রাস্তায় পড়ে গুরুত্ব অসুস্থ হয়ে যান। তার নাম সুরভী চ্যাটার্জি। বিজেপির নেতা কর্মীরা ওই মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
এই প্রসঙ্গে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী অরুপা সামন্ত বলেন, আমাদের সতঃফুর্ত মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ঘড়িরমোড়ে পৌছতেই পুলিশ আমাদের মিছিল আটকে দেয়। প্রতিরোধের পরিবর্তে পুলিশ আমাদের উপর আক্রমণ নামিয়ে আনে। এই ঘটনায় আমাদের কয়েকজনকে পুলিশ আটক করেছে। আমাদের একজন মহিলা নেত্রী গুরুত্বর আহত হয়েছেন। তাঁকে আমরা চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করেছি।