Suvendu, BJP, Ghatal, ২৬- এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে, কোনো অনুপ্রবেশকারী এদেশে থাকবে না: শুভেন্দু

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: ২৬- এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে। কোনো অনুপ্রবেশকারী এদেশে থাকবে না। ঘাটাল ব্লকের মনশুকার ঘড়ুইঘাটে এ’কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা ৭ আগস্ট ঘাটালে গিয়ে বলেছিলেন, তিনি ১৫ আগস্ট ঘাটালের প্লাবিত এলাকায় আসবেন, জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং প্লাবিত এলাকার মানুষজনকে আহার বিতরণ করবেন। তিনি এদিন ওই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নৌকায় করে নদীর ওপারে যান। রান্না করা খাবার বিতরণ করেন প্লাবিত এলাকার মানুষজনকে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, সংবিধান শেষ কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চাটুকারের কাছে ক্ষমতাশালি হলেও সংবিধানের কাছে নয়। সংবিধানের ২২৪ থেকে ২২৯ ধারার মধ্যে আছে ভোটার লিস্টে অনুপ্রবেশকারী বেআইনি নাম থাকবে না।
এস আই আর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ৫৪০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়নি রাজ্য সরকার। ওই এলাকা দিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে।

তারা আদিবাসীদের জমি দখল করছে। তিনি হিন্দুদের উপর হওয়া বিভিন্ন অত্যাচারের উদাহরণ দেন। তিনি বলেন, রাজ্য সরকারের পরিবর্তন না হলে প্রতিবছর ঘাটাল বন্যায় ভাসবে। এলাকার মানুষদের তিনি প্রশ্ন করেন, এখানে কোনদিন মুখ্যমন্ত্রী বা সাংসদ এসেছিলেন কি না? উত্তরে সবাই না বলেন। শুভেন্দুবাবুর দাবি, এখনো ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা অনুমোদন হয়নি। তিনি বলেন, প্রতি বছর বন্যা হয়, মুখ্যমন্ত্রী ঘাটালে আসেন কিছুটা জলে নেমে ছবি তোলেন।

ঘাটাল মাস্টার প্ল্যানের সমালোচনা করে তিনি বলেন, এখনো জমি অধিগ্রহণ হয়নি। দাসপুরের মানুষ বলে দিয়েছে এক ছটাকও জমি দেবে না। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কে তিনি বলেন বলতে হবে আমাদের পাড়ার তৃণমূল তাড়াও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *