বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় শূন্য পাবে: জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ অক্টোবর: বিজেপি এবার বাংলায় জিরো পাবে।বাংলার মানুষ ওদের উপর ক্ষিপ্ত হয়ে আছে। উত্তর প্রদেশে যা ঘটেছে তাতে অবিলম্বে জেলা শাসক, এসপির শাস্তি চাই, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর পদত্যাগ দাবি করছি। বিজেপির এ রাজ্যে যেটুকু ছিটেফোঁটা আছে সেটাকে বিদায় করে দিন। আমরা বুথ স্তর থেকে কর্মসূচি শুরু করছি। আজ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একিথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *