আমাদের ভারত, ৩ জুলাই: আসন সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু এনডিএ সরকার গঠনে কোনো অসুবিধা হয়নি। ফলে আত্মবিশ্বাসেও কোনো খামতি পড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কারণ তার নেতৃত্বেই তৃতীয় বার দেশে সরকার গঠন হয়েছে। তাই বুধবার রাজ্যসভাতে ভাষণ দিতে গিয়ে বিরোধী শিবিরের কড়া সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী সদর্পে দাবি করলেন, বিরোধীরা যতই শোরগোল করুক আরো ২ দশক দেশে ক্ষমতায় থাকবে বিজেপি।
বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, বিরোধীদের এজেন্ডাকে পরাজিত করেছে দেশবাসী। দেশের মানুষ মোদী সরকারকেই তৃতীয়বার দেশ গঠনের সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভার ভাষণ দিতে উঠতেই প্রবল বিরোধিতা শুরু করে বিরোধী শিবির। যদিও বিরোধীদের বাধাকে উপেক্ষা করে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণের আস্থা কেবল এডিএর উপরেই রয়েছে। এই নির্বাচন শুধু গত দশ বছরের কৃতিত্বকে সীলমোহর দেওয়া নয়, ভবিষ্যতের উন্নয়নের আরও একটি সুযোগ।
তিনি জানান, দেশের অর্থব্যবস্থা দশ থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে। বিরোধীদের তোপ দেগে মোদী বলেন, দেশের রায়কে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, আজ যারা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছে তারাই সংবিধান দিবস পালন করতে চায়নি। এখন লড়তে না পেরে ময়দান ছেড়ে চলে যাওয়াই বিরোধীদের অস্ত্র হয়ে উঠেছে।
এনডিএ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের চারটি স্তম্ভ। কৃষক, যুবক, দরিদ্র ও নারী এরাই আমাদের উন্নয়নের শক্তি। আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করেছি।
প্রধানমন্ত্রী আরও জানান, আমি দেশের সেবক। দেশবাসীকে হিসাব দিতে এখানে এসেছি। আমি এতদিন যা কিছু করেছি তার প্রতিটি হিসাব দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি।
প্রধানমন্ত্রী বক্তব্য রাখা কালীন প্রবল বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। অভিযোগ তোলা হয়, বিরোধীদের বলার সুযোগ দেওয়া হয়নি রাজ্যসভায়। এই অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী শিবির।