মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও হানা দেবে বিজেপি, বাড়ি বাড়ি যাবেন জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর:
আগামী মঙ্গলবার মমতার পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রথমেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একাধিক বাড়িতে গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করবেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতায় লকগেট বস্তিতে ভোজন করেছিলেন অমিত শাহ। ফের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পাড়ায় হানা দিতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। শুধু ভবানীপুর কেন্দ্র নয়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একাধিক বাড়িতেও গৃহ সম্পর্ক অভিযান করবেন জেপি নাড্ডা।

জানাগেছে, মঙ্গলবার ও বুধবার এই দুদিন মোদী সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করবেন তিনি। দলীয় সূত্রে খবর ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসছেন রাজ্যে। কলকাতা থেকে জঙ্গলমহল সব জায়গাতেই কেন্দ্রীয় মন্ত্রীরা মানুষের বাড়িতে গিয়ে মোদীর উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *