আমাদের ভারত, কলকাতা, ১৫ ডিসেম্বর:
বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্রোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের উক্তিকে স্বাগত জানাল বিজেপি। অমিতাভ বচ্চন তাঁর সুদীর্ঘ বক্তব্যে ভাবপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “এমনকী এখনও নাগরিক অধিকার ও বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে।“
তাঁর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ টুইটারে লিখেছেন, “তিনি (অমিতাভ) একেবারে মমতার মাথা লক্ষ্য করে আঘাত করেছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সিনিয়র বচ্চনকে ধন্যবাদ।”
বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য রাতে টুইটারে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চে কলকাতায় কথা বলার পর অমিতাভ বচ্চন এই মন্তব্য করেছেন। তাই কথাটা অনেকটাই ঋষিসুলভ। অমিতাভ বচ্চনের বক্তব্য অত্যাচারী শাসকের কাছে একটি আয়না ধরার মতো, যাঁর প্রহরায় ভারত ভোটের পরে সবচেয়ে রক্তক্ষয়ী হিংসার সাক্ষী ছিল। তিনি বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন…।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, “মিস্টার অমিতাভ বচ্চন একদম ঠিক বলেছেন। পশ্চিমবঙ্গে কোনও গণতন্ত্র এবং বাকস্বাধীনতা নেই। এ রাজ্য গত বছর নির্বাচনের পরে সবচেয়ে খারাপ হিংসার সাক্ষী। এটা বলতে সাহস লাগে, আমি তার পরিপূরক। দিদির উচিত আত্মদর্শন করা এবং বাংলাকে প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে নেওয়া বন্ধ করা উচিত।“
Mr. Amitabh Bachhan is absolutely right. There is no democracy and FoE in WB.
WB witnessed one the worst post poll violence last year. It takes courage to say this, I complement him for this.
Didi should introspect and STOP taking Bengal backward in every sphere.
*Dr. Sukanta Majumdar*, State President
Mr. Amitabh Bachhan is absolutely right. There is no democracy and FoE in WB.
WB witnessed one the worst post poll violence last year. It takes courage to say this, I complement him for this.
Didi should introspect and STOP taking Bengal backward in every sphere. pic.twitter.com/yLHHna2M3t
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 15, 2022
প্রবীন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে চলচ্চিত্রোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে না ডাকার প্রসঙ্গেও টুইট করেছেন সুকান্তবাবু। রাজ্য বিজেপি সভাপতি লিখেছেন, “মিঠুন চক্রবর্তী ছাড়া কেআইএফএফ অসম্পূর্ণ। অন্য রাজ্য থেকে সুপারস্টারদের ডেকে আপনার নিজের এড়িয়ে যাওয়ার অর্থ কী? শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে।“

