আমাদের ভারত,২৯ নভেম্বর:ইভিএমে হেরে গেলও পোস্টাল ব্যালটের জয় হল বিজেপির। উপনির্বাচন রাজ্যের তিনটি কেন্দ্রে পোস্টাল ব্যালটের ভোটে তৃণমূলকে হারিয়ে দিয়েছে পদ্ম শিবির।
খড়গপুর সদর করিমপুর কালিয়াগঞ্জের ফলাফলে দেখা গেছে তিনটি কেন্দ্রেই ভালো ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। বলা যায় সবুজ ঝরে একরকম উড়ে গেছে গেরুয়া শিবির। নির্বাচনের এই ফলাফল গেরুয়া শিবিরের কপালে ভাজ পড়তে বাধ্য। কিন্তু তারই মধ্যে আশার আলোর মতো জ্বলজ্বল করছে পোস্টাল ব্যালটে বিজেপির জয়জয়কার।
তথ্য বলছে করিমপুর বিধানসভা আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী গোলাম রাব্বি পোস্টাল ব্যালটে মাত্র তিনটি ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী বিমলেন্দু রায় পেয়েছেন ১২টি ভোট। সবথেকে বেশি পোস্টাল ভোট পেয়েছেন বিজেপি জয়প্রকাশমজুমদার ৫৮ টি ভোট।
কালিয়াগঞ্জেও তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার পেয়েছেন১৫ টি ভোট তৃণমূল প্রার্থী তপন সিংহ পেয়েছেন ১১ টি ভোট।
খড়গপুর বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী প্রেমচাঁদ পেয়েছেন ২৭টি ভোট তৃণমূল কিংবা জোট প্রার্থী কেউই ভোট প্রাপ্তিতে এক সংখ্যাও পার করতে পারে নি।ফলে পোস্টাল ব্যালটের ভোটের ফল নিয়ে স্বভাবতই চিন্তিয় পড়েছে তৃণমূল।