স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ মে:
রাস্তায় গরু বাঁধাকে কেন্দ্র করে বচসার জেরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ। এই ঘটনায় এক তৃণমূল কর্মীকে পাখি মারা বন্দুক দিয়ে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরির তেঘরী মণ্ডলপাড়া এলাকার।
সূত্রের খবর আজ সকালে রাস্তায় গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। বচসার জেরে শুরু হয় হাতাহাতি। এরপর লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু হয়। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়। সেই সময় মিটুন মল্লিক নামে একজন গুলিবিদ্ধ হন। তাঁকে পাখি মারার বন্দুক দিয়ে গুলিকরা হয় বলে আক্রান্তদের দাবি। আহতদের বেথুয়া ডহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় মিঠুন মল্লিক নামে ওই যুবককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মিঠুনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাঁরা সবাই তৃণমূল সমর্থক তাই বিজেপি কর্মী সমর্থকরা মিঠুনকে গুলি করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

