আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাত পোহালেই রাজ্যের তিন বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা। বৃহস্পতিবার নির্ধারিত হয়ে যাবে তিন কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য। তার আগে খড়গপুর বিধানসভা উপনির্বাচনে জয়ের আশায় বুক বেঁধেছে বিজেপি কংগ্রেস তৃণমূল সব পক্ষই। খড়গপুর কেন্দ্রের উপনির্বাচনে ২৫শে নভেম্বর মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও শেষের দিকে বিজেপি সাতাশটি বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ তোলে শাসক দলের বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানান। মঙ্গলবার সন্ধ্যায় দিলীপ ঘোষ বলেন, তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে যা খুশি করতে চেয়েছিল। কিন্তু তা পারেনি। বিজেপির ভোট ভালো হয়েছে। রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রেই পদ্ম প্রার্থীরা জয়লাভ করবেন।
অন্যদিকে, জেলা কংগ্রেসের দাবি তাদের অনুকূলে এই নির্বাচনের ফলাফল যাবে। দলের জেলা সহ-সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, খড়গপুর শহরের রেল এলাকার একটি ওয়ার্ড বাদ দিলে বাকি সাতাশটি ওয়ার্ডে ভালো ভোট পড়েছে। তাই কংগ্রেস এবার ভালো ফল করবে। খড়গপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাসী তৃণমূল। দলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, এবার খড়গপুর কেন্দ্রে তাদের জয় নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। বাম- কংগ্রেস জোট কিংবা বিজেপি কেউই তৃণমূলের জয় আটকাতে পারবে না।