ছবি: আক্রান্ত বিজেপির মহিলা কর্মীরা।
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৪ জানুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার করেছিলেন বিজেপি কর্মীরা। কিন্তু স্থানীয় এক তৃণমূল কর্মী তাঁদের পরিষ্কার জানিয়ে দেন, তিনি তাদের কোনও কথা শুনবেন না। এই নিয়েই বৃহস্পতিবার রাতে যোধপুর পার্কে ধুন্ধুমার মারপিট হয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। থামাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। এই ঘটনার জেরে ৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর বিজেপি কর্মীদের বাড়ি চড়াও হয়ে ভাঙ্গচুর এবং মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
আহত তৃণমূল কর্মী দাবি করেছেন, তাকে ক্ষুর দিয়ে আঘাত করেন বিজেপি কর্মীরা। এমনকি পুলিশকেও ক্ষুর দিয়ে আঘাত করা হয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় থমথমে যোধপুর পার্ক এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে যোধপুর পার্কে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠান চলছিল। স্ত্রী, সন্তানকে নিয়ে ওই অনুষ্ঠান দেখছিলেন এক তৃণমূল কর্মী। সেই সময় বিজেপি নেতাকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার করছিলেন। অনুষ্ঠান দেখতে ব্যস্ত থাকা তৃণমূল কর্মীকেও গেরুয়া শিবিরের নেতাকর্মীরা সংশোধিত নাগরিকত্ব আইন সম্পর্কে বোঝাতে যান। তবে তৃণমূল কর্মী সাফ জানিয়ে দেন, তিনি এ বিষয়ে তাঁদের কাছ থেকে কিছু শুনতে চান না। তা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা আচমকাই ওই তৃণমূল কর্মীর উপর হামলা চালায়। ক্ষুর দিয়ে শরীরের একাধিক জায়গায় মারা হয়। তখনই ঘটনাস্থলে চলে আসে পুলিশ আর থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর এলাকা ছেড়ে বিজেপি নেতাকর্মীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি গোটা ঘটনার অভিযোগ দায়ের করেন।
ছবি: বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙ্গচুরের ছবি।
এই ঘটনার পর রাতেই বেশকিছু বিজেপির কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। এমনকি মহিলাদেরও মারধর করা হয়েছে। প্রতিবাদে আজ সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।