পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ ফেব্রুয়ারি: বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে খুনের অভিযোগ তুলে এবারে রাস্তায় নামলো বিজেপি। বুধবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। যে ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের থানা মোড় চত্বরে। যদিও এই ঘটনার আগাম খবর পেয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়।
এদিন এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে একটি মিছিলও বের করা হয় বিজেপির জেলা কার্যালয় থেকে। যে মিছিল বালুরঘাট থানার সামনে এসে শেষ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। যেখানেই উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা। ২৪ ঘন্টা পার হয়ে যাবার পরেও বুথ সভাপতির খুনের ঘটনার কুলকিনারা কেন পুলিশ করতে পারেনি তারই প্রতিবাদে সরব হন বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। যদিও এই ঘটনাকে নিছক আত্মহত্যা বলেই দাবি করেছেন জেলা পুলিশ সুপার।
উল্লেখ্য, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের বিজেপির সভাপতি সমীর পাহান ওরফে মংলুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নির্জন ফরেস্টে। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে এই ঘটনা মঙ্গলবার সামনে আসতেই খুনের অভিযোগ তুলে বালুরঘাট থানার দ্বারস্থ হয় তার পরিবার। একই অভিযোগ তুলে সরব হয় জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব। যে ঘটনা নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন জেলার বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা। যাকে ঘিরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় গোটা জেলাজুড়েই। শুধু তাই নয়, আগামীতে এই ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নেতৃত্বদের তরফে। যে ঘটনায় কিছুটা জল ঢেলে দিয়েছেন জেলা পুলিশ সুপার। এদিন বিকেলে একটি সাংবাদিক বৈঠক করে সামনে আনেন ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্টে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। একইসাথে চিকিৎসকের দেওয়া রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা করেছেন ওই যুবক।
মৃতের আত্মীয় সুজিতা পাহান বলেন, বাড়ি থেকে অন্যত্র ছিল মংলু। যেভাবে তার দেহ উদ্ধার হয়েছে তাতে তাদের মনে হয়েছে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, তাদের বুথ সভাপতি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে। তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি ময়নাতদন্তে। আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি এমনটাই উল্লেখ করেছেন চিকিৎসক।