আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় তিনশর অধিক বিজেপি কর্মী সমর্থক। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
জানাযায়, শনিবার বিজেপির মহিলা যুব মোর্চার উদ্যোগে নারায়ণগড় থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকে। আহত হয় বেশ কয়েকজন পুলিশ ও বিজেপি কর্মী সমর্থক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বহু কর্মী-সমর্থক।
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুরে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।রবিবার বিকেলে মকরামপুর এলাকায় তৃণমূলের এক কর্মসূচিতে বিজেপি থেকে প্রায় তিনশর বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। তাদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ ও সূর্যকান্ত অট্ট সহ অন্যান্য নেতৃত্বরা।