কুমারেশ রায়, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর:
কেশপুরে গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন বিজেপির এক মন্ডল সভাপতি সহ ৫০ জন কর্মী। এদের মধ্যে উল্লেখযোগ্য হল কেশপুর মন্ডল সভাপতি শেখ সেলিম মল্লিক সহ স্থানীয় বিজেপি কর্মী শেখ ইসমাইল, শেখ বুয়ালি হাসান।
লোকসভা ভোটের আগে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে প্রার্থী হন। এবং কেশপুরে বিজেপি তুলনামূলকভাবে ভালো সংগঠন তৈরি করেl
এরপর বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে কেন্দ্রে সরকার গঠন করলে কেশপুরে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায় l কিন্তু বিধানসভার তিনটি আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা হেরে যাওয়ার পর তাদের মনোবল ভাঙতে থাকে।
মোহভঙ্গ হতে থাকে বিজেপির প্রতি। রবিবার দুপুরে তারা মেদিনীপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে ফের তৃণমূলে যোগ দেন l ফিরে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলী সাহা, খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, তৃণমূল নেতা মহম্মদ রফিক।
বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাস বলেন ওরা তৃণমূলের বিক্ষুব্ধ ব্যক্তি হিসেবে লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিলেনl তৃণমূলের লোক তৃণমূলে ফিরে গেছে তাতে দলের কোনও ক্ষতি হবে নাl