আমাদের ভারত, ১৫ জানুয়ারি: নবান্নের সামনে শুক্রবার ধর্না করতে চেয়ে পুলিশি অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সেই মামলার অনুমতি পেল বিজেপি। তবে, ঠিক সামনে নয়, সভা করতে পারবেন একটু ব্যবধানে।
আইপ্যাক-এর দফতরে ইডি-র তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও সেখান থেকে নথি নিয়ে চলে যাওয়ার অভিযোগের ঘটনায় সরব হয় বিজেপি। এর ভিত্তিতেই নবান্নের সামনে শুক্রবার ধর্না করতে চেয়েছিল বিজেপি।
বৃহস্পতিবারও বিষয়টি নিয়ে শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, নবান্নের সামনে ধর্নায় প্রশাসনের আপত্তি রয়েছে। চাইলে বাস স্ট্যান্ড বা চাইলে মন্দিরতলায় হতে পারে সমাবেশ। তিনি মামলাকারীকে নির্দেশ দেন, এই দুটি জায়গার মধ্যে অবস্থান-বিক্ষোভ করবে কি না, তা জানাতে।
বৃহস্পতিবার বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ এক্সবার্তায় জানান, “পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশের তীব্র বিরোধিতার কারণে, কলকাতা হাইকোর্ট ১৬ জানুয়ারি বিরোধী দলনেতা এবং অন্যান্য বিজেপি বিধায়কদের নেতৃত্বে নবান্নের সামনের পরিবর্তে মন্দিরতলা বাস স্ট্যান্ডের (নবান্নের পিছনের দিকে) কাছে প্রস্তাবিত ধর্না অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।”
এর প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, “পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক বাতাবরণ বজায় রাখতে বিজেপি বিধায়করা যত দূর যাওয়ার যাবেন।”

