জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট:
বিজেপি এবং তৃণমূল শ্রমিক সংগঠনের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুক। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার (ইন্ডিয়ান অয়েল) গ্যাস ফিলিং করার কাজে লোক নিয়োগ নিয়ে দুই সংগঠনের মধ্যে বুধবার থেকে ঝামেলা চলছিল। বৃহস্পতিবার বিজেপির শ্রমিক সংগঠনের লোকেদের কাজ থেকে বসিয়ে দেওয়া হলে তারা বিক্ষোভে ফেটে পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক করতে ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তৃপক্ষ আজ শুক্রবার খড়গপুর শিল্প তালুকের গ্যাস ফিলিং কেন্দ্রে তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগ, আলোচনা শেষ করে বেরিয়ে আসার সময় সশস্ত্র তৃণমূলের লোকজনরা বিজেপির লোকদের উপর হামলা চালায়। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ ৭ জন বিজেপি শ্রমিক সংগঠনের সদস্য জখম হন। তাদের খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।