আমাদের ভারত, হুগলী, ১৭ নভেম্বর: ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ হুগলীর আদিসপ্তগ্রাম বিধানসভার রেনেরপাড়ে। বিজেপির অভিযোগ, কৃষি বিলের সমর্থনে কর্মীরা কিছু ব্যানার লাগায় আদিসপ্তগ্রাম বিধানসভার বেশ কিছু এলাকায়। সেই ব্যানার ছিঁড়ে দেয় এলাকার বেশকিছু তৃণমূলের নেতা কর্মীরা। বিষয়টি বিজেপি নেতা কর্মীদের নজরে আসতেই, পোলবা থানায় গিয়ে লিখিত অভিযোগ করে বিজেপি নেতারা।
তাদের আরও অভিযোগ, থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার সময় রাস্তাতে গতকাল রাতে বিজেপি কর্মীদের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত একদল দূষ্কৃতী। দুপক্ষের মধ্যে চলে মারপিট। এই ঘটনায় বিজেপির দুজন কর্মী মাথা ফেটে যায় বলে অভিযোগ।
রাতেই তাদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত দুই বিজেপি কর্মীদের নাম সন্তু বাউল দাস ও খোকন দাস বর্তমানে তারা চুঁচুড়া হাসপাতালে চিকিৎসাধীন।
অবশ্য সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই, এই ঘটনাটি বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব।