আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ অক্টোবর : পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষের ফলে উত্তেজনা পটাশপুর ১ নম্বর ব্লকের চকগোপাল গ্রামে। এই ঘটনায় দু’পক্ষের মোট ৮ জন আহত হয়েছে। বিজেপির অভিযোগ, গ্রামের মধ্যে তাদের কর্মীরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে এবং পরে কর্মীদের ওপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি গাড়ি ও বাড়ি ভাঙ্গচুর চালায়। বিজেপি কর্মীদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পর পর দুটো গাড়িতে ভাঙ্গচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয়েছে বিজেপির ২জন কর্মী।
তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কয়েক জন দুষ্কৃতী অতর্কিতভাবে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে এসে কয়েকজনকে ব্যাপক মারধর করে। মারধরের ফলে মোট ছয়জন আহত হয়েছে। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে দু’জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে চারজন।