নন্দীগ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আহত ৩

আমাদের ভারত, নন্দীগ্রাম, ৬ জুলাই: নন্দীগ্রামে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ। মিছিল চলাকালীন কটুক্তি থেকে সংঘর্ষে জড়াল দুই পক্ষ। সংঘর্ষে আহত দুপক্ষের তিন জন।

প্রসঙ্গত, ভারতীয় জনতাপার্টির পক্ষ থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচি সারা দেশজুড়ে দলীয় ভাবে পালিত হচ্ছে। সেইমতো নন্দীগ্রামেও বিজেপির পক্ষ থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তম জন্মবার্ষিকী পালিত হয়। এই এই জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির পর প্রশাসনের অনুমতি নিয়ে একটি মিছিল বের করে বিজেপির রেয়াপাড়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রেয়াপাড়া এলাকায় প্রশাসনের অনুমতিক্রমে প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে দুই পক্ষ সামনাসামনি উপস্থিত হয়ে পড়লে একে অপরকে কটুক্তি করতে থাকে এবং তারপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় বিজেপির দুই জন ও তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আহত হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে নন্দীগ্রাম পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকায় উত্তেজনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *