আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ আগস্ট: মসজিদে প্রদীপ জ্বালাতে গিয়েছিল কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর ঠিক সেই সময় অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। লাঠি, তরোয়াল, রড নিয়ে তাদের ব্যাপক মারধর করে। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ বিজেপির।

ঘটনাটি এগরা ১নম্বর ব্লকের বরিদা গ্রামের। ঘটনায় মোট ২০জন আহত হয়। আহতদের প্রথমে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু”জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় আহতদের এগরা হাসপাতাল থেকে মেদিনীপুরে মেডিক্যাল কলেজে পাঠানো হয়। দু’জন আহতের মধ্যে পরে রাস্তায় নিয়ে যাওয়ার সময় একজন মারা যায়। মৃত ব্যক্তির নাম সেক লিয়াকত, বয়স ৫৫ বছর। অভিযোগ উঠেছে, এই মারধরের ঘটনায় অভিযুক্তরা শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের। বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ দাসের অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত হামলা করে বিজেপি কর্মীদের উপর।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা সেখ আব্দুল মহিমের দাবি, একটি কবরস্থানের জায়গার উপরে পার্টি অফিস করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এরমধ্যে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশি টহলদারি রয়েছে এলাকায়। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এগরা থানার পুলিশ।

