কুড়মি উত্থান পঞ্চায়েতে, পুরুলিয়ায় ভোট পর্বের অভিযোগ নিয়ে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১২ জুলাই: পঞ্চায়েতের ফলাফলে অসন্তুষ্ট বিজেপি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিবেক রাঙা আজ এই হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন না করলেই পারত। প্রশাসনকে দিয়ে নিজেদের মতো করে ছাপ্পা আর নকল ব্যালটে ছাপ দিয়ে বাক্স বন্দি করা হয়েছে। গণনাতেও কারচুপি হয়েছে। প্রহসনে পরিণত হয়েছে ভোটপর্ব। একাধিক অভিযোগ নিয়ে আমরা উচ্চ আদালতে যাবো। বিচারের আশায় থাকব।”

পুরুলিয়া জেলা পরিষদে ৪৫ টির মধ্যে ২ টি বিজেপি, একটি নির্দল ছাড়া বাকি ৪২ টিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। ২০টি পঞ্চায়েত সমিতির ১৯ টিতে ক্ষমতাশীল তৃণমূল দখল করেছে। অন্যদিকে ১৭০টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১২৩ টি শাসক দলের ক্ষমতায়। তবে দু’টি পঞ্চায়েত এককভাবে দখল করেন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা। পুরুলিয়ার ওই দু’টি পঞ্চায়েত হল পুরুলিয়া দু’নম্বর ব্লকের বেলমা ও আরশার মানকিয়ারি। গ্রাম পঞ্চায়েতে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা ৬৫টির বেশি আসনে জয়লাভ করেছেন। ছোটনাগপুর মালভূমির পুরুলিয়ায় কুড়মি ভোটার রয়েছে প্রায় ৩৫ শতাংশ।

বিজেপির হুঁশিয়ারির পর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “ওরা সব কিছুতেই আদালতে যাওয়ার চমক দেখায়। মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি তারই ফল হাতে নাতে পেল ওরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *