সুশান্ত ঘোষ, বনগাঁ, ৮ নভেম্বর: জাত নয়, ধর্ম নয়, কোন রং নয় সকল দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। রবিবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা বাজার চত্বরে একটি ভবনে আনুষ্ঠানিক ভাবে পালিত হয় বিজয় সন্মেলনী অনুষ্ঠান। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি শিক্ষক সেলের উদ্যোগে এই অনুষ্ঠান।
এদিন সকাল থেকে করোনা ও আমফানে ক্ষতিগ্রস্থ যারা সরকারি টাকা থেকে বঞ্চিত বা কোনও দলবাজি না করে আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে সেই সব পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করলেন বিজেপির শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস, শিক্ষক সেলের আঞ্চলিক সভাপতি সুজাতা বসু, বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শংকর চট্টোপাধ্যায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবদ্বীপ জোনের আহ্বায়ক বিজয় বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সহ সভাপতি রীতেশ তিওয়ারি, শিক্ষক সেলের রাজ্য কমিটির সদস্য বিকাশ পাত্র, হাবরা ১ উত্তর মন্ডলের সভাপতি সত্যজিৎ মল্লিক, শ্যামল মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সভাপতি শংকর চট্টোপাধ্যায়, বলেন, জাতীয় শিক্ষানীতি প্রণয়ণে রাজ্য সরকার গড়িমসি করছে। আমাদের বতর্মান ও ভবিষ্যৎ আমারাই গড়ব। উন্নতি ও বিজয় আমরা অর্জন করবই। অন্যদিকে, শিক্ষক সেলের মহিলা নেত্রী সুজাতা বসু কবিরাজ রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার দ্বিচারিতা নিয়ে কটাক্ষ করে জানান, ওঁনাদের চরম ব্যর্থতার জন্যই ছাত্রছাত্রী থেকে শিক্ষক পদে পদে অসহায় অবস্থার মধ্যে পড়ছেন। এই নিয়ে সর্বত্র প্রতিবাদ দরকার।