আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর:
প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে বার বার দুর্নীতির অভিযোগ এনেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি৷ এর প্রতিবাদে ও একাধিক দাবি নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নম্বর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপি তফসিলি মোর্চা। অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত। এদিন সকাল ১১ টা থেকে শুরু হয় ধর্ণা।
বিজেপির দাবি, নিরপেক্ষ ভাবে দুর্নীতির অভিযোগের তদন্ত করে সঠিক আবাস যোজনার তালিকা প্রস্তুত করতে হবে, মাটির বাড়ি থাকা প্রকৃত গরিব মানুষদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, গনগনি পিকনিক স্পটে মাত্রাতিরিক্ত শুল্ক আদায় বন্ধ করতে হবে।
জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইত শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে দাবি পূরণের দাবিতে ধর্ণা অবস্থান রাত পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।