নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ জানুয়ারি:
কলকাতা পুরসভা নির্বাচনের দায়িত্ব সব্যসাচী দত্তকে দেওয়ার ব্যাপারে দোলাচলে রাজ্য বিজেপি। দলের একাংশ চাইছেন বিধাননগররে প্রাক্তন মেয়েরকে কলকাতা পুরসভা নির্বাচনের দায়িত্ব দিতে। রাজারহাটের বিধায়ককে দায়িত্ব দিতে মোটের উপর রাজি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়রা।
এমনিতেই সদ্য দলে যোগ দেওয়া বিধাননগররের প্রাক্তন মেয়রকে উত্তর কলকাতার দায়িত্ব দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের একাংশ চাইছেন তাকে পুরো কলকাতা পুরসভার দায়িত্ব দিতে। কারণ কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়া যেতে পারে রাজ্য বিজেপিতে এমন কোনও হেভিওয়েট মুখ কলকাতায় নেই। যাও বা ছিল তিনি দলের সঙ্গে খোলাখুুলি সম্পর্ক রাখছেন না। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির সঙ্গে দলের দূরত্ব এখনও রয়েছে। এমন অবস্থায় একজন হেভিওয়েট নেতাকেকে কলকাতা পুরসভার দায়িত্ব দেওয়ার কথা চলছে গোটা মুরলিধর সেন লেন জুড়ে।
সবস্যাচী দত্তকে এই মুহূর্তে দলে সবাই পছন্দ করেন। দলে তার কাঁটাও রয়েছে। বিধাননগরের প্রাক্তন মেয়র নিজে মুকুল রায় অনুগামী। সেই কারণে বিজেপিতে মুকুল রায়ের বিরোধীরা চাইবেন সব্যসাচী দত্তকে পিছন থেকে টেনে ধরতে। দলের একাংশ আবার মনে করছে সব্যসাচী মুকুল ঘনিষ্ঠ হলেও রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর বেশিরভাগ সদস্যই প্রাক্তন বিধাননগরের মেয়রকে পছন্দ করেন। তাই দুএকজনের কথায় সব্যসাচী দত্তকে কলকাতা পুরসভার নির্বাচনে গুরুদায়িত্ব পাওয়ার থেকে আটকাতে পারবে না।