সাথী দাস, পুরুলিয়া, ২৮ জানুয়ারি: প্রকাশ্য জনসভায় সীতা দেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে এবং বক্তা তৃণমূল নেতা মদন মিত্রের শাস্তির দাবিতে
জেলাজুড়ে থানা ঘেরা ও বিক্ষোভ দেখাল বিজেপি। থানার বাইরে মদন মিত্রের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। পুরুলিয়া সদর সহ বিভিন্ন থানায় দলীয় এই কর্মসূচি পালন করে বিজেপি।
প্রসঙ্গত, ২৫ তারিখ কাশীপুরে জনসভায় তৃণমূল নেতা মদন মিত্র বলেন, “আপনাদের বাবার ভাগ্য ভাল যে, রামের বউটাকে রাবণ নিয়ে পালিয়েছিল। ওটা রাবণ না নিয়ে রামের বউটাকে নিয়ে যদি বিজেপির লোকেরা পালাত তাহলে হাতরস(উত্তর প্রদেশ) বানিয়ে দিত সীতাকে ধর্ষণ করে। হ্যাঁ, আমি মদন মিত্র বলছি।”
এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতো ঝালদা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বক্তা মদন মিত্রের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন বিজেপি নেতা।