BJP, Gangajalghanti, মিথ্যা অজুহাতে দলীয় কর্মীকে গ্ৰেপ্তারের প্রতিবাদে গঙ্গাজলঘাঁটি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জুলাই: মিথ্যা অজুহাতে দলীয় কর্মীকে গ্ৰেপ্তারের প্রতিবাদে আজ গঙ্গাজলঘাঁটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। গত শনিবার গঙ্গাজলঘাঁটি ব্লকের নবগ্রামে কাপিষ্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী কার্যালয়ে আগুনে ভস্মীভূত হয়। এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ বলে অভিযোগ করে তৃণমূল।

দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব উপযুক্ত তদন্ত চেয়ে গঙ্গাজলঘাঁটি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে নবগ্রামের প্রদীপ বাউরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। প্রদীপ বাউরি বিজেপির একজন সক্রিয় কর্মী বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তাকে পুলিশ তৃণমূলের কথামত গ্রেফতার করেছে। তারই প্রতিবাদে আজ শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির নেতৃত্বে গঙ্গাজলঘাঁটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।

চন্দনা বাউরি বলেন, কাপিষ্টা গ্রাম পঞ্চায়েত বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ জয়ী হয়েছেন এবং কাপিষ্টা অঞ্চলে তৃণমূল হেরেছে। সৌমিত্র খাঁয়ের এই জয়ে বিজেপির কার্যকর্তা প্রদীপ বাউরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারই বদলা নিতে তৃণমূলের অঙ্গুলিহেলনে নির্দোষ প্রদীপকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপির প্রবীণ কার্যকর্তা আলোক প্রামাণিক বলেন, ওদের গোষ্ঠী কোন্দলের ফলেই দলীয় অফিসে আগুন লেগেছে। নিজেদের দোষ ঢাকতে এই ভাবে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন বিজেপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে থানায় ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় থানার প্রবেশদ্বার। সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা।

এবিষয়ে তৃণমূলের গঙ্গাজলঘাঁটি ব্লক ২ এর সভাপতি জীতেন গড়াই বলেন, শালতোড়ার বিধায়ক ভালো নাটক জানেন। কখনও তিনি বলেন, আমি অত্যন্ত নিম্নবিত্ত প্রান্তিক পরিবারের মেয়ে। বিধায়ককে বলতে শুনেছি বিধানসভার সদস্যরা যে মাসিক ভাতা পান তা তিনি একসাথে এত টাকা দেখেননি। সেই টাকা তিনি নাকি গরিব মানুষকে ভাগ দেবেন। তা তিনি ক’জনকে দিচ্ছেন। জীতেনবাবু বলেন, তৃণমূলের উন্নয়ন আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভরাডুবি হওয়াতে বিজেপি এখন লাফালাফি করছে। তৃণমূলের এমন পরিস্থিতি হয়নি যে বিজেপিকে নিয়ে মাথা ঘামাতে হবে। পুলিশ কোন মামলায় কাকে ধরছে তার দায় কি তৃণমূলের? বলে প্রশ্ন তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *