আমাদের ভারত, মেদিনীপুর, ৩ এপ্রিল: শুক্রবার মেদিনীপুর শহরে ঘরে থাকা মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির যুব নেতৃত্বl শহরের কালগাং এলাকায় কুড়ি নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে প্রায় ৩০০ গরিব পরিবারের সদস্যদের হাতে চাল, আলু মিলিয়ে মোট ৫ কেজি করে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। পরিবারগুলির বাড়িতে এই খাদ্য শস্য পৌঁছে দেন এলাকার বিজেপির যুব নেতা বিশ্বনাথ পট্টনায়ক, ঝুলন কুমার দাস, মনোজ সিংহ।
মেদিনীপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে গরিব মানুষদের বাড়িতে এভাবেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেনl
Good job