পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এক নম্বর ব্লক অফিসে আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেয় বিজেপি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাদের সাথে কথা বলে ফিরছিলেন দিলীপ ঘোষ।
সেই সময় ঢাক ঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল তৃণমূল নেতা কর্মীরা। সেই সময় দিলীপ ঘোষকে দেখে জোরে জোরে মা মাটি মানুষ বলে স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। দিলীপ ঘোষ তৃণমূল কর্মী সমর্থকদের সাথে হাত মেলান। তারপর তিনি বলেন, রাজ্য সরকার যে আইন করেছে সেই ১৪৪ ধারা তাদের দলের লোকেরাই মানছে না। ওরাই জবরদস্তি করছে সেই জন্যই সমস্যা হচ্ছে। না হলে কোনো সমস্যাই হবে না। সবাই শান্তিতে মনোনয়ন জমা করবে।