আমাদের ভারত, হাওড়া, ৭ সেপ্টেম্বর: বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে হাওড়ার রাজাপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তাকে একেবারে খোশ মেজাজে দেখা গেছে। নিজে খোল বাজিয়ে নাম সংকীর্তন করতে করতে মিছিলে পা মেলাতে দেখা গেছে তাকে।
রাজ্য সভাপতি ছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করেন বহু বিজেপি নেতা কর্মীরা। শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহা সংঘের পক্ষ থেকে। খোল করতাল বাজিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বহু ভক্তবৃন্দ। তাদের সাথেই খোল বাজাতে দেখা যায় খোদ বিজেপির রাজ্য সভাপতিকেও। শ্রীকৃষ্ণ চৈতন্য মহা সংঘের পুজো মন্ডপ থেকে বুড়িখালি পর্যন্ত শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। মিছিলের একদম শুরুতেই ছিলেন সুকান্ত মজুমদার। পুরো রাস্তাটাই সাধারণ মানুষের সঙ্গে পা মেলান বিজিপির রাজ্য সভাপতি।
শোভাযাত্রা শুরুর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহা সংঘে যান। সেখানে তাকে মালা পরিয়ে অভ্যর্থনা জানান সংঘের পূজারী। বেশ কিছুক্ষণ কথা হয় উভয়ের মধ্যে।
প্রতিবছরের মতো এবারের জন্মাষ্টমীতেও শোভাযাত্রার আয়োজন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহা সংঘ। মিছিলের একদম সামনেই কৃষ্ণ সেজে কিশোর কিশোরীরা নৃত্য পরিবেশন করতে করতে এগিয়ে যান। বয়স্ক মানুরা খোল করতাল বাজিয়ে নাম গান করেন। তাদের সঙ্গেই নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন সুকান্ত। খোল তুলে নেন কাঁধে। সব মিলিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সুকান্ত মজুমদারকে দেখা যায় এক অন্য মেজাজে।

