স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ মে: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে মজবুত করতে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে কর্ণাটকের নির্বাচনী ফলাফলে জনতার রায় দল মেনে নিয়েছে। পাশাপাশি এদিন বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন সুকান্তবাবু।
এদিন এই কর্মসূচিতে গোলাম সরোয়ারের নেতৃত্বে গোয়ালপোখর এলাকার বেশকিছু কর্মী সমর্থক তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও জেলা সভাপতি বাসুদেব সরকার, গোয়ালপোখরের বিজেপি নেতা গোলাম সরোয়ার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। এই যোগদান কর্মসূচিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী নির্বাচনে ইসলামপুর মহাকুমায় বিজেপি আরও শক্তিশালি হল বলে আশাবাদী দলীয় নেতৃত্ব।
উল্লেখ্য, শনিবার কালিয়াগঞ্জের রাধিকাপুরের চাঁদগাও গ্রামে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের লোকেদের সাথে দেখা করে মৃতুঞ্জয়ের বাবা ও দাদাকে বাড়িতে পৌছে দিয়ে মৃত্যুঞ্জয়ের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ইসলামপুরের দাঁড়িভিটে নিহত রাজেশ ও তাপসের পরিবারের লোকেদের সাথে দেখা করেন সুকান্তবাবু। এরপর রাজেস-তাপসের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এনআইএ তদন্তের রায়কে স্বাগত জানান। এরপর ইসলামপুরের বাস টার্মিনাসে আয়োজিত সভায় যোগ দেন।