পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর: মঙ্গলবার আদিবাসী বীর শহিদ বিরসা মুন্ডার জন্মদিবসে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলের ঠাকুরথান এলাকায় আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজন সারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শত্রুঘন মুদি নামে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজন করেন।
মধ্যাহ্ন ভোজে ছিল ডাল, ভাত, আলু পোস্ত সবজি ও মাছ। হাতে তৈরি শালপাতার থালায় আদিবাসীদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজন সারেন। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাত সহ অন্যান্য নেতৃত্ব।

