বগটুইয়ের ঘটনায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২৬ মার্চ: বগটুইয়ের ঘটনা নিয়ে এবার সরাসরি অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের দাবি বিজেপির। বালুরঘাটে সংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তাঁর কথায়, বগটুইয়ের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওইদিন রাতে একটি গেষ্ট হাউজে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রাত ৩টে পর্যন্ত মিটিং করছিল। যেখানে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন পদস্থ পুলিশ অফিসাররা ছিলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের অন্তর্তদন্তে তা উঠে এসেছে। যা প্রমাণ করছে যে, এই ঘটনার পিছনে অনুব্রত মন্ডল বা উচ্চস্তরের কোনো নেতার ফোন পুলিশের কাছে এসেছিলো, সেখানে পুলিশ যেন না যায়। যখন সেই বাড়িগুলি দাউ দাউ করে জ্বলছিল ও অতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে সেখান থেকে সামান্য দূরেই চলছিল পুলিশের মিটিং। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। এর পিছনে শুধুমাত্র অনুব্রতই নয়, আরো বড় বড় তৃণমূলের নেতারা জড়িত রয়েছে। আইন অনুযায়ী সেইসব তৃণমূলের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে ন্যায় প্রতিষ্ঠা করা হোক এদিন এমন দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *