কালিয়াগঞ্জে কিশোরীর মর্মান্তিক পরিণতির কান্ডে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যু কান্ডে এবার সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই ইস্যুতে আদালতে যাওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। প্রসঙ্গত, শনিবার কালিয়াগঞ্জের সাহেবঘাট সংলগ্ন গাঙ্গুয়া এলাকায় মৃত কিশোরীর বাড়িতে যান বিজেপির প্রতিনিধি দল। যেখানে রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন আরও ২ সাংসদ দেবশ্রী চৌধুরী, খগেন মুর্মু এবং বেশ কয়েকজন বিধায়ক। সেখান থেকে তাঁরা সরাসরি রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরে গিয়ে হাজির হন। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার।

তিনি বলেন, এসপি অফিসে আসার খবর অনেক আগেই ফোন মারফৎ পুলিশ সুপারকে জানানো হলেও এদিন সেখানে কোনো পুলিশ কর্তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। দফতের ঢোকার দরজা খোলা নিয়েও অভিযোগে সরব হন বিজেপি নেতৃত্ব। এরপর এসপি অফিসের ভেতরে রিসেপশন সেকশানে অবস্থান ও ধর্নায় বসে পড়েন রাজ্য সভাপতি সহ সাংসদ ও বিধায়করা। বিজেপির রাজ্য সভপতি সুকান্ত মজুমদার বলেন, এই ঘটনার তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। পাল্টা ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *