আমাদের ভারত, ৪ আগস্ট: বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। কিন্তু গোটা ঘটনায় কোনো ভুল দেখতে পাচ্ছেন না রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, একদম ঠিক ভাষাই ব্যবহার করা হয়েছে।
বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্তার অভিযোগ তুলে বিজেপিকে লাগাতার নিশানা দাগছে তৃণমূল কংগ্রেস। দিল্লি পুলিশের একটি চিঠিতে দুটি শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে “বাংলাদেশি ভাষা” উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এ বিষয়ে আসরে নেমেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু দিল্লি পুলিশের চিঠিতে কোনো ভুল দেখছেন না বলে স্পষ্ট জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মতে, “একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের যে কোনো বই পড়ুন, দুটো বই পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন, আর কোনটা বাংলাদেশের সাফিকুল ইসলাম লিখেছেন। বাংলা ভাষায় কথা বললেই তিনি ভারতীয় হয়ে যাবেন, ভোটার লিস্টে নাম রাখতে হবে এটা চলবে না। পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ডে এখন ওরা বঙ্গ ভবনের মধ্যেও ঢুকে পড়েছে।”
প্রসঙ্গত, সম্প্রতি লোধি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত বঙ্গভবনে অফিসার ইনচার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে “বাংলাদেশি ভাষা” শব্দ দুটি লেখা রয়েছে। দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে, তাদের একজন ট্রান্সলেটরের প্রয়োজন, যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারেন। মূলত কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে দিল্লি পুলিশ, তাদের কাছ থেকে কিছু তথ্য ও নথি তারা বাজেয়াপ্ত করেছে। নথি যাচাইয়ের জন্য অনুবাদক চেয়েছেন তারা। বাংলাদেশি ভাষার জন্য ট্রান্সলেটর লাগবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। আর সেই চিঠির সূত্র ধরেই উত্তাল রাজ্য রাজনীতি।
চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখিতর তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা। যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান লেখা হয়েছে। যে ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলেন ও লেখেন। ভারতের সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা অপমানজনক ও অসংবিধানিক বলে স্বরব হয়েছেন। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।