অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ নভেম্বর: গোপীবল্লভপুরে আমার ক’জন এর জগদ্ধাত্রী পুজোর চতুর্থ বর্ষের মহা নবমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলেন বিজেপির রাজ্যে সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।এদিন জগধাত্রী পুজার সভা মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সুর চড়ালেন দিলীপ ঘোষ।
তিনি বলেন নতুন বছরে ভালো কিছু করতে হলে সরকার বদল করতে হবে আর সেই সরকার গড়বে বিজেপি। ছত্রধর মাহাতোর প্রসঙ্গ টেনেও সমালোচনা করেন। সোমবার গোপীবল্লভপুর ১ ব্লকের কলেজ রোড এলাকায় “আমরা ক’জন” পুজা কমিটির ডাকে তিনি এসেছিলেন। তবে তার আগে গোপীবল্লভপুর দুই ব্লকের বাহারুনাতে একটি কর্মসুচিতে রাজ্য বিজেপির সভাপতির হাত ধরে তৃণমূল ছেড়ে কয়েক শো কর্মী বিজেপিতে যোগদান করেন। তারপর তিনি কুলিয়ানাতে নিজের গ্রামের বাড়িতে যান বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।”
এদিন গোপীবল্লভপুরে দিলীপবাবু শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলেন, শুভেন্দুবাবু কি নিজে থেকে বলেছেন যে যাব। যদি কেউ আসতে চায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তাহলে তাদের সবাইকে আমরা নেব।” তবে আমাদের কোনও নেতা লাগবে না আমাদের দলে অনেক নেতা আছে। বাংলা সরকার একটা অপদার্থ সরকার তাই আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে শাহরুখ খানকে। তিনি বাংলা বলতেই পারেন না। কিছুদিন আগেই সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেছে তাকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়নি, মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে প্রশ্ন রাখেন দিলীপ ঘোষ। তিনি আরো বলেন জঙ্গলমহলে এই ঝাড়গ্রাম থেকেই উন্নয়ন দিয়ে শুরু হবে বিজেপির বিজয় রথ।