আমাদের ভারত, হুগলী, ১০ সেপ্টেম্বর: ধনিয়াখালির সভা থেকে ফেরার পথে হুগলীর মহেশ্বরপুর মোড়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপি নেতা কর্মীরা।
কর্মীদের অভিযোগ, বুধবার দিলীপ ঘোষের গাড়ি ২নং জাতীয় সড়ক ধরে এসে মহেশ্বরপুর মোড় দিয়ে একটি সভাস্থলে যাবার কথা ছিল। সেই মতো সেখানে শখানেক কর্মী সমর্থক বাইক নিয়ে অপেক্ষা করছিলেন দিলীপবাবুকে সভাস্থলে নিয়ে যাবার জন্য। কিন্তু মহেশ্বরপুর মোড় দিয়ে না গিয়ে পরের মোড় শিবাইচন্ডী দিয়ে দিলীপ ঘোষের গাড়ি ধনিয়া খালির মদনমোহন তলার সভাস্থলে পৌঁছয়। সেকারণে ক্ষোভ জন্মায় দলের একটা অংশের কর্মীদের। মূলত বিজেপির ৩০বি মন্ডল সভাপতি অজয় কৈরীর তত্ত্বাবধানে এদিন মিটিং ছিল।
মোবাইলে তোলা ছবিতে দেখা যাচ্ছে, দলীয় কর্মীরা পতাকা হাতে দিলীপবাবু, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ স্লোগান দিচ্ছেন। বিজেপির ৩০বি মন্ডল সভাপতি অজয় কৈরির নামে “হায় হায় অজয় কৈরী ” ও “অজয় কৈরী হটাও, সাথে তাঁকে তৃণ্মূলের দালাল বলেও স্লোগান দিতে থাকে কর্মীরা। গাড়ি থেকে মুখ বার করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরবর্তী কালে আবার মহেশ্বরপুর মোড়ে এসে সভা করার প্রতিশ্রুতিও দেন দিলীপবাবু।