Shamik, BJP, এনআইএ তদন্তের দাবি বিজেপি রাজ্য সভাপতির

আমাদের ভারত, ৭ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি সম্পর্কে অবাস্তব কথা বলে যাওয়ায় প্রকৃত চিত্রের জন্য এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি।

মঙ্গলবার দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী ডিভিসি নিয়ে ধারাবাহিকভাবে কিছু অবাস্তব কথা বলে যাচ্ছেন। আবার কখনো তিনি বলে যাচ্ছেন পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার এখানে বন্যা তৈরি করেছে। এই ধরণের কথাটা সুস্থ স্বাভাবিক মানুষ বলতে পারে না। রাজ্যের এই পরিস্থিতির জন্য আমরা এনআইএ তদন্তের দাবি করছি। কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না।

তিনি জানান, দলের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী সরবরাহ করছি। এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজে ফোন করে পুরো ব্যবস্থার সম্পর্কে খোঁজ নিয়েছেন।

উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জলপাইগুড়িতে এক হাজারের বেশি বাড়ি ভেঙ্গে গেছে, কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডে জল জমে বন্যার মত পরিস্থিতি তৈরি হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের কুকর্মের ফলে এই পরিস্থিতি মানুষকে আজ সহ্য করতে হচ্ছে।

এই সরকার আসলে মোচ্ছবের সরকার, কার্নিভালের সরকার। এই সরকার মানুষের ভালো করতে পারেনি। তারা কার্নিভালে অংশগ্রহণ করছেন অথচ দুর্যোগ মোকাবিলায় দলকে সময়মতো পাঠাতে ব্যর্থ। ত্রাণ দিতে গিয়ে মুসলিম এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন অর্থাৎ এই বিভাজন পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে দিনে দিনে।

যাঁরা ভাবছেন পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষদের হাঁটিয়ে রাজত্ব করবেন তাঁরা ভুল ভাবছেন। মানুষ এবার প্রতিরোধ গড়ে তুলবে। এভাবে দীর্ঘদিন ধরে একটা রাজ্যকে ধ্বংস করা যায় না। সরকার পরিচালনা করার কোনো যোগ্যতাই তৃণমূল কংগ্রেসের নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *