বারাসতে আক্রান্ত কর্মীদের দেখতে এলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই: বারাসতে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে এলেন বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাজ্যের সর্বত্র বিধানসভা ভোটের পর আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। কিন্তু সরকার ও পুলিশ নিশ্চুপ।

আক্রান্ত মহঃ আলির অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান, আক্রান্তের স্ত্রী সেলিমা বিবি। তাঁর দাবি, ছোট কন্যা সন্তানকে নিয়ে কি ভাবে আগামীদিনে চলবে। এদিন বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী দাবি করেন, আক্রান্ত কর্মীর চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে। ইতিমধ্যে তাঁরা জেলার পুলিশ সুপারকে হাইকোর্টের নির্দেশের কপি পাঠিয়ে দিয়েছেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটকে গুরুত্ব না দিয়ে বিজেপি নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, তার দল ব্যক্তি আক্রমণে বিশ্বাস করে না। বরং মানুষের কথা ভেবে জাল ভ্যাকসিন নিয়ে বিজেপি রাজ্যে সোচ্চার হয়েছে। তবে বিজেপির সদস্য হওয়া কিছু মানুষ খারপ কাজে যুক্ত রয়েছে বলে তিনি স্বীকার করেন। সেই সব জালিয়াতদের পুলিশ ধরলে দল তাদের পাশে নেই বলে তিনি এইদিন জানান। একই সঙ্গে যুবমোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সৌমত্র খাঁর পদত্যাগ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ আবেগ বশত একটি কাজ বলে উল্লেখ করেন তিনি। শুভেন্দু অধিকারীকে সৌমিত্র খাঁয়ের আক্রমণ কোনও ভাবে শৃঙ্খলা ভঙ্গের কাজ নয় বলে দাবি তাঁর।

প্রসঙ্গত, গত ২৫ জুন রাতে বারাসাত নবপল্লীতে আক্রান্ত হন মহঃ আলি ও জুলফিকার আলি। অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই দিনই পুলিশের উদ্যোগে ঘরে ফিরেছিলেন তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *